Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

 

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্ববৃহত ক্ষুদ্র ঋণদান কারী প্রতিষ্ঠান।  বিআরডিবি এর পূর্ব নাম ছিল আইআরডিপি। 1972 সালে এটি যাত্রা শুরূ করে। 1982 সালে সরকারি এক অধ্যাদেশের মাধমে আইআরডিপি হতে বিআরডিবিতে রুপান্তরিত হয়। দ্বস্তর বিশিষ্ট সমবায় পদ্ধতির মাধ্যমে কৃষিতে সমৃদিধ অর্জনের লক্ষ্যে সেচ প্রকল্পের মাধ্যমে কৃষকদের নামমাত্র মূল্যে গভীর নলকূপ, অগভীর নলকূপ ও চাইনিজ/শ্যালো টিউবঅয়েল স্থাপন করে সবুজ বিপ্লবের সুচনা করে বিআরডিবি কৃষিতে ব্যাপক উন্নতি সাধন করে। তাছাড়া ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জীবন যাত্রার টেকসই উন্নয়ন , নিজস্ব পৃজিঁ গঠন ও নারী নেতৃত্বের বিকাশ সাধন করে থাকে।