বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড
উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয়
কয়রা,খুলনা।
website: www.brdb.koyra.gov.bd
১. ভিশন ও মিশন
ভিশন : মানব সংগঠন ভিত্তিক উন্নত পল্লী
মিশন : স্থানীয় জনগোষ্ঠীকে সংগঠিত করে প্রশিক্ষণ, মূলধন সৃজন,অধুনিক প্রযুক্তি,বিদ্যমান সুযোগ ও সম্পদের সমন্বিত ব্যবস্থপনার মাধ্যমে আত্মনির্ভরশীল পল্লী।
২. প্রতিশ্রুত সেবাসমুহ:
২.১. নাগরিক সেবা:-
ক্র:নং |
সেবার নাম |
সেবা প্রদান প্রদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবার মুল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ( নাম,পদবি,ফোন ও ইমেইল) |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
১ |
গণশুনানীর আয়োজন |
সরাসরি |
আবেদনপত্র |
- |
- |
হরষিত রায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোবা: ০১৯৯১-১৩২৬৬৪ email:urdokoyra@brdb.gov.bd |
২ |
তথ্য অধিকার আইনের আওতায় তথ্য প্রদান |
সরাসরি/লিখিত/ ই-মেইলের মাধ্যমে |
আবেদনপত্র/বিধিমতে প্রাপ্তিস্থান: ওয়েবসাইট |
প্রতি পৃষ্ঠা ২.০০ টাকা হারে/ বিধিমতে ব্যাংকের মাধ্যমে |
তথ্য অধিকার আইন-২০০৯ মতে |
হরষিত রায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোবা: ০১৯৯১-১৩২৬৬৪ email:urdokoyra@brdb.gov.bd
|
২.২. প্রাতিষ্ঠানিক সেবা :-
ক্র:নং |
সেবার নাম |
সেবা প্রদান প্রদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবার মুল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ( নাম,পদবি,ফোন ও ইমেইল) |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
১ |
পল্লী অঞ্চলে কৃষক,বিত্তহীন ও মহিলা জনগোষ্ঠী নিয়ে প্রাথমিক সমবায় সমিতি গঠন। |
আগ্রহী ব্যক্তিদের জরিপ,যাচাই বাচাই এর মাধ্যমে উপযুক্ত ব্যক্তিদের নিয়ে সমবায় সমিতি গঠন করা হয়। |
সভার রেজুলেশনের কপি,পুরনকৃত আবেদনপত্র,সভ্য রেজিষ্টার ও অন্যান্য বহি। প্রাপ্তিস্থান:উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয়
|
সদস্য প্রতি ভর্তি ফি ১০/- টাকা (নির্ধারিত ব্যাংকে জমা করে উক্ত ব্যাংকে জমার রশিদ আবেদনের সাথে সংযুক্তকরণ) |
সর্বোচ্চ ০৫ কর্মদিবস |
হরষিত রায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোবা: ০১৯৯১-১৩২৬৬৪ email:urdokoyra@brdb.gov.bd |
২ |
প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধন। |
আগ্রহী ব্যক্তিদের জরিপ,যাচাই বাচাই এর মাধ্যমে উপযুক্ত ব্যক্তিদের নিয়ে সমবায় সমিতি গঠন করা হয়। অতঃপর সংশ্লিষ্ট সমিতি হতে প্রয়োজনীয় কাগজপত্র আবেদন পাওয়ার পর নিবন্ধনের নিমিত্ত সমবায় দপ্তরে সুপারিশসহ প্রেরণ। |
আবেদন(ফরম-৩) পাসপোর্ট সাইজের এক কপি ছবি,জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,সমিতির উপ-আইন,প্রয়োজনীয় রেজিষ্টার,শেয়ার-সঞ্চয়ের ব্যাংক হিসাব বিবরণী এবং অফিসের ঠিকানার প্রত্যায়নপত্র। প্রাপ্তিস্থান:উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয়
|
সদস্য প্রতি ভর্তি ফি ২০/- টাকা নির্ধারিত ব্যাংকে জমা করে উক্ত ব্যাংকে জমার রশিদ। |
৩০ কর্মদিবস |
হরষিত রায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোবা: ০১৯৯১-১৩২৬৬৪ email:urdokoyra@brdb.gov.bd ও উপজেলা সমবায় অফিসার |
৩ |
পল্লী উন্নয়ন দল গঠন। |
আগ্রহী ব্যক্তিদের জরিপ,যাচাই বাচাই এর মাধ্যমে উপযুক্ত ব্যক্তিদের নিয়ে পল্লী উন্নয়ন দল গঠন করা হয়। |
আবেদন, প্রত্যেক সদস্যের পাসপোর্ট সাইজের এক কপি ছবি,জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, পাশবহি ও প্রয়োজনীয় সংখ্যক রেজিষ্টার। প্রাপ্তিস্থান:উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয়
|
সদস্য প্রতি ভর্তি ফি ১০/- টাকা নির্ধারিত ব্যাংকে জমা করে উক্ত ব্যাংকে জমার রশিদ । |
০৫ কর্মদিবস |
হরষিত রায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোবা: ০১৯৯১-১৩২৬৬৪ email:urdokoyra@brdb.gov.bd |
৪.(ক) |
সুফলভোগী সদস্যদের জন্য:- মানবিক উন্নয়ন/সমবায়-সাংগঠনিক/ আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ |
উপযুক্ত সুফলভোগীকে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কমিটি/মাঠকর্মীর সুপারিশের ভিত্তিতে নির্বাচন করে প্রশিক্ষনের আয়োজন করা হয়। |
সদস্য মনোনয়নে প্রাথমিক সমবায় সমিতির/ পল্লী উন্নয়ন দলের সাপ্তাহিক সমন্বয় সভার সিদ্ধান্ত সম্বলিত রেজুলেশনের কপি। প্রাপ্তিস্থান:উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয়
|
বিনামূল্যে |
বাছাইয়ের জন্য ০৫ কর্মদিবস। প্রশিক্ষণের মেয়াদ ০১ (এক) অথবা ০৩ (তিন) দিন। |
হরষিত রায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোবা: ০১৯৯১-১৩২৬৬৪ email:urdokoyra@brdb.gov.bd
|
৪.(খ) |
সুফলভোগী সদস্যদের জন্য:- কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দক্ষতা বৃদ্ধি/ ট্রেড ভিত্তিক স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ। |
উপযুক্ত সুফলভোগীকে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কমিটি/মাঠকর্মীর সুপারিশের ভিত্তিতে নির্বাচন করে প্রশিক্ষনের আয়োজন করা হয়। |
সদস্য মনোনয়নে প্রাথমিক সমবায় সমিতির/ পল্লী উন্নয়ন দলের সাপ্তাহিক সমন্বয় সভার সিদ্ধান্ত সম্বলিত রেজুলেশনের কপি। প্রাপ্তিস্থান:উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয়
|
বিনামূল্যে |
বাছাইয়ের জন্য ০৫ কর্মদিবস। প্রশিক্ষণের মেয়াদ ০৩-৩০ কর্মদিবস। |
হরষিত রায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোবা: ০১৯৯১-১৩২৬৬৪ email:urdokoyra@brdb.gov.bd |
৫ |
উপকারভোগীদের প্রশিক্ষণোত্তর সম্পদ সহায়তা। |
নির্বাচিত প্রশিক্ষনার্থীকে প্রশিক্ষণ বাজেট মোতাবেক প্রশিক্ষণোত্তর সম্পদ সহায়তা প্রদান করা হয়। |
- |
বিনামূল্যে |
তাৎক্ষণিক |
হরষিত রায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোবা: ০১৯৯১-১৩২৬৬৪ email:urdokoyra@brdb.gov.bd |
৬ |
উপকারভোগীদের নিজস্ব মূলধন সৃষ্টি। |
সমিতি/দলের সাপ্তাহিক সভায় উপস্থিত সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় পাশ বহির মাধ্যমে সংগ্রহ করে সম্ভব হলে ঐ দিন বা পরবর্তী কর্মদিবসে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা করা হয়। |
পাশবহি,রশিদবহি,সাপ্তাহিক আদায় শীট (wcs) ও ব্যাংক জমার তিন পার্ট রশিদ বা চালান। |
- |
০১ (এক) কর্মদিবস। |
হরষিত রায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোবা: ০১৯৯১-১৩২৬৬৪ email:urdokoyra@brdb.gov.bd |
৭(ক) |
কৃষি ও অকৃষি খাতে উৎপাদন:- বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মূলধন (ঋণ তহবিল) যোগান ও তদারকি। |
প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন পাওয়ার পর উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সদস্যদের মূলধন (ঋণ) সরবরাহ করা হয়। |
প্রাথমিক সমবায় সমিতি/ পল্লী উন্নয়ন দলের সাপ্তাহিক সমন্বয় সভার সিদ্ধান্ত সম্বলিত রেজুলেশনের কপি, প্রত্যেক সদস্যের পাসপোর্ট সাইজের এক কপি ছবি,জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, ঋণের আবেদনপত্র, তমসুক,ডিপিনোট,আমোক্তারনামা,মরগেজ ,উৎপাদন পরিকল্পনা (কৃষক সমবায় সমিতির ক্ষেত্রে) । প্রাপ্তিস্থান:উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয়
|
সদস্য প্রতি পাশবহি বাবদ ১৫/- টাকা। উক্ত টাকা ব্যাংকে জমার রশিদ |
০৫-১০ কর্মদিবস। |
হরষিত রায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোবা: ০১৯৯১-১৩২৬৬৪ email:urdokoyra@brdb.gov.bd |
৭(খ) |
বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্যদের কর্মসংস্থানে জন্য নামমাত্র সেবামুল্যে ঋণ সহায়তা। |
প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন পাওয়ার পর উপজেলা কমিটির অনুমোদনক্রমে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নামমাত্র সেবামুল্যে মূলধন (ঋণ) সরবরাহ করা হয়। |
বীর মুক্তিযোদ্ধা সনদের কপি,যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রদত্ত প্রশিক্ষণ গ্রহণের সনদের কপি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভার মেয়র কর্তৃক প্রত্যয়ন পত্র,তিনশত টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে চুক্তিনামা,ঋণের আবেদনপত্র, এক কপি পাসপোর্ট সাইজের ছবি,দায়বদ্ধকরণপত্র ও অঙ্গীকারনামা। প্রাপ্তিস্থান:উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয় |
সদস্য প্রতি পাশবহি বাবদ ১৫/- টাকা। উক্ত টাকা ব্যাংকে জমার রশিদ |
০৫-১০ কর্মদিবস। |
হরষিত রায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোবা: ০১৯৯১-১৩২৬৬৪ email:urdokoyra@brdb.gov.bd |
৮ |
সুফলভোগী সদস্যদের কৃষি ও অকৃষি পণ্যের উৎপাদন কৌশল,উপযুক্ত প্রযুক্তি ও বিপণন বিষয়ে তথ্য ও পরামর্শ প্রদান। |
সদস্যদের প্রয়োজন বিবেচনায় ইন্টারনেট হতে সংগৃহীত আধুনিক কলা- কৌশল সদস্যদের জানানো হয়। তাছাড়া উপজেলা কৃষি,মৎস্য ও প্রাণীসম্পদ অফিসের সহায়তায় সুফলভোগীদের বিভিন্ন বিষয়ে তথ্য ও পরামর্শ প্রদান করা হয়। |
সংশ্লিষ্ট পরিদর্শক/ মাঠকর্মী হতে সদস্যদের প্রয়োজনের বিষয়টি জানা। |
বিনামূল্যে |
তাৎক্ষনিক অথবা প্রয়োজনীয় ক্ষেত্রে ০১-০২ কর্মদিবস |
হরষিত রায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোবা: ০১৯৯১-১৩২৬৬৪ email:urdokoyra@brdb.gov.bd |
৯ |
কৃষি ও অকৃষি খাতে সুফলভোগীদের মাঝে বিতরণকৃত ঋণ কিস্তি ভিত্তিক আদায়। |
সমিতি/দলের সাপ্তাহিক সভায় উপস্থিত সদস্যদের গৃহীত ঋণের কিস্তি পাশ বহির মাধ্যমে সংগ্রহ করে সম্ভব হলে ঐ দিন বা পরবর্তী কর্মদিবসে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা করা হয়। |
পাশবহি,রশিদবহি,সাপ্তাহিক আদায় শীট (wcs) ও ব্যাংক জমার তিন পার্ট রশিদ বা চালান। |
- |
তাৎক্ষনিক অথবা ০১ কর্মদিবস |
সংশ্লিষ্ট পরিদর্শক/ মাঠকর্মী |
১০ |
বনায়ন ও বৃক্ষরোপন |
সংশ্লিষ্ট পরিদর্শক/ মাঠকর্মী হতে সদস্যদের প্রয়োজন বা চাহিদা জেনে বন বিভাগের সাথে যোগাযোগ করে চাহিদা মোতাবেক গাছের চারা সংগ্রহ করে সুফলভোগীদের মাঝে বিতরণ করা হয়। |
- |
বিনামূল্যে অথবা নামমাত্র মূল্যে ( স্থানীয় ভাবে নির্ধারিত) |
তাৎক্ষনিক |
হরষিত রায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোবা: ০১৯৯১-১৩২৬৬৪ email:urdokoyra@brdb.gov.bd |
১১ |
বিবিধ সামাজিক সমস্যা, স্যানিটেশন প্রভৃতি বিষয়ে এ্যাডভোকেসি সেবা। |
সদস্যদের প্রয়োজন বিবেচনায় ইন্টারনেট হতে সংগৃহীত তথ্যাদি সদস্যদের জানানো হয়। তাছাড়া উপজেলা জনস্বাস্থ্য ও মহিলা বিষয়ক অফিসের সহায়তায় সুফলভোগীদের বিভিন্ন বিষয়ে তথ্য ও পরামর্শ প্রদান করা হয়। |
- |
- |
তাৎক্ষনিক |
হরষিত রায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোবা: ০১৯৯১-১৩২৬৬৪ email:urdokoyra@brdb.gov.bd |
১২ |
নাগরিক সেবা সম্পর্কিত তথ্য অনলাইনে উন্মুক্তকরণ। |
- |
- |
- |
সার্বক্ষনিক |
হরষিত রায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোবা: ০১৯৯১-১৩২৬৬৪ email:urdokoyra@brdb.gov.bd |
২.৩. অভ্যন্তরীণ সেবা :-
ক্র:নং |
সেবার নাম |
সেবা প্রদান প্রদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবার মুল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ( নাম,পদবি,ফোন ও ইমেইল) |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
১ |
নৈমিত্তিক ছুটি |
নির্ধারিত ফর্মে আবেদন প্রাপ্তির পর ইউআরডিও এর অনুমোদনক্রমে। |
প্রাপ্তিস্থান:উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয় |
বিনামূল্যে |
প্রযোজ্যক্ষেত্রে তাৎক্ষনিক |
হরষিত রায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোবা: ০১৯৯১-১৩২৬৬৪ email:urdokoyra@brdb.gov.bd |
২ |
শ্রান্তি বিনোদন ছুটি |
আর্থিক বছরে বাজেট বরাদ্দ মোতাবেক সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারী এর আবেদন পাওয়ার পর আবেদনপত্র সুপারিশসহ জেলা দপ্তরে প্রেরণ করা হয়। শ্রান্তি বিনোদন ভাতা বিধিমালা,১৯৭৯ অনুযায়ী উপপরিচালক,বাপউবো,খুলনা মহোদয়ের অনুমোদনক্রমে আদেশ জারী। |
(ক) A4 সাইজের সাদা কাগজে আবেদনপত্র (খ) ছুটি প্রাপ্যতার হিসাব |
বিনামূল্যে |
০৩ কর্মদিবস |
হরষিত রায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোবা: ০১৯৯১-১৩২৬৬৪ email:urdokoyra@brdb.gov.bd ও এ কে এম আশরাফুল ইসলাম উপপরিচালক ফোন: ০২৪৭৭-৭২৩১৬৯ email:ddkhulna@brdb.gov.bd |
৩ |
আসবাবপত্র/ মালামাল ক্রয় |
অফিসের চাহিদা বিবেচনায় বাজেট অনুমোদন সাপেক্ষে পিপিএ ২০০৬ ও পিপআর ২০০৮ অনুসরণ করে আসবাবপত্র/মালামাল ক্রয় করে বিতরণ। |
শাখা ভিত্তিক চাহিদা |
পিপিএ ২০০৬ ও পিপিআর ২০০৮ অনুসরণ করে ক্রয় প্রক্রিয়া সম্পাদন করে হিসাব শাখা হতে প্রাপকের হিসাবে প্রদেয় চেকের মাধ্যমে বিল পরিশোধ করা হয়। সেবা গ্রহণকারী শাখাকে মূল্য পরিশোধ করতে হয় না। |
বিধি মোতাবেক |
হরষিত রায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোবা: ০১৯৯১-১৩২৬৬৪ email:urdokoyra@brdb.gov.bd |
৪ |
ইউআরডিও ব্যতীত সকল কর্মকর্তা/ কর্মচারীর ভ্রমন বিল অনুমোদন |
ভ্রমন বিল দাখিল করার পর নথিতে উপস্থাপনের মাধ্যমে ইউআরডিও এর অনুমোদনক্রমে। |
ভ্রমণ বিবরণী,বিল,অগ্রীম ভ্রমণসূচী,পরিদর্শণ প্রতিবেদন ইত্যাদি। |
- |
০৩ (তিন)কর্মদিবস |
হরষিত রায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোবা: ০১৯৯১-১৩২৬৬৪ email:urdokoyra@brdb.gov.bd |
৫ |
কর্মকর্তা/ কর্মচারীদের জন্য প্রশিক্ষণের আয়োজন । |
কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নির্ধারিত সময়ে প্রশিক্ষণের আয়োজন করা। |
- |
প্রযোজ্য নয় |
নির্ধারিত সময়ের মধ্যে |
হরষিত রায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোবা: ০১৯৯১-১৩২৬৬৪ email:urdokoyra@brdb.gov.bd |
৬ |
কর্মশালা ,সেমিনার আয়োজন |
সদর দপ্তরের বাজেট বরাদ্দ ও কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নির্ধারিত সময়ে কর্মশালা ও সেমিনারের আয়োজন করা। |
- |
প্রযোজ্য নয় |
নির্ধারিত সময়ের মধ্যে |
হরষিত রায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোবা: ০১৯৯১-১৩২৬৬৪ email:urdokoyra@brdb.gov.bd |